Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ভারতের উচিত ভুল শুধরে নেওয়া’, PubG ব্যান নিয়ে পাল্টা মন্তব্য চিনের

চিন : গতকালই ভারতে পাবজিসহ নিষিদ্ধ হয়েছে আরও ১১৮টি চাইনিজ অ্যাপ। তার কিছু মাস আগেই চিনের ওপর ক্ষুব্ধ হয়ে বন্ধ করা হয়েছিলো টিকটকসহ বেশকিছু চাইনিজ অ্যাপ। বিভিন্ন চিনা অ্যাপ গুলি…

Avatar

চিন : গতকালই ভারতে পাবজিসহ নিষিদ্ধ হয়েছে আরও ১১৮টি চাইনিজ অ্যাপ। তার কিছু মাস আগেই চিনের ওপর ক্ষুব্ধ হয়ে বন্ধ করা হয়েছিলো টিকটকসহ বেশকিছু চাইনিজ অ্যাপ। বিভিন্ন চিনা অ্যাপ গুলি ব্যবহারকারীদের তথ্য চুরি করছিলো বলে মত অনেকেরই। এমনকি অন্য দেশের নিরাপত্তার বিষয়ক অনেক জিনিস নিয়েও তারা ঘাটাঘাটি করছিলো বলে সূত্রের খবর।

তাই রাতারাতি ডিজিটাল স্ট্রাইক করার পর কেটেছে বেশ কয়েক ঘন্টা আর তার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে চিন। চিনের বানিজ্যমন্ত্রকের বার্তা, ভারতের এই পদক্ষেপ চিনা বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত। চিন ভারতকে বলছে এই ভুল শুধরে নিতে। চিনের প্রতি ভারতের এই আক্রমনাত্মক নীতিকে এর আগেও গ্রহণ করেছে প্রত্যেক ভারতবাসী। আর গতকাল পাবজির মতন জনপ্রিয় চিনা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সাময়িকভাবে তরুন প্রজন্মদের অনেকেই ক্ষুব্ধ হলেও ভারতীয়রা কিন্তু খুশীই হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাতারাতি এতোগুলো চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পেছনে চিনারা আবার আমেরিকার ষড়যন্ত্রও দেখছে বলে সূত্রের খবর। এর আগে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত আর কাল সব মিলিয়ে ১১০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করায় যথেষ্ট ধাক্কা খেয়েছে চিন। একদিকে চিনা অ্যাপ বর্জন অন্যদিকে সীমান্তের লড়াই সাফ বলে দিচ্ছে চিনা ভারত দ্বন্দ্ব এখন চরমে । কিন্তু তাও দুই তরফের ঝামেলা কিছুতেই থামানো যাচ্ছেনা।

এই বিষয়ে বৃহস্পতিবার চিনের বানিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং প্রেস বিবৃতি দিয়ে বলেছেন,  “ভারতের এই পদক্ষেপ জাতীয় সুরক্ষার ধারণাকে অবমাননা করছে এবং এই সক্রিয়তা চিনা সংস্থার বিরুদ্ধে বৈষম্যমূলক।”

 

About Author