করোনা পরিস্থিতির দোহাই দিয়ে সাময়িকভাবে ভারতীয়দের অনুপ্রবেশ নিষিদ্ধ করল বেজিং সরকা
বেজিং: একদিকে করোনা পরিস্থিতির জন্য সারা বিশ্ব যখন চিনকে দোষারোপ করছে, ঠিক তখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি তৈরী করে রেখেছে চিনা সেনারা। এমনকি ভারত এবং চিনের মধ্যে তিক্ততার সম্পর্ক যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। এমন সময় আইনসম্মত ভিসা বা রেসিদেন্স পারমিট থাকলেও আপাতত ভারতীয়দের আগমন নিষিদ্ধ করল চিন। জানা গিয়েছে করোনা পরিস্থিতির দোহাই দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বেজিং সরকার।
যদিও কূটনৈতিক, কর্মী, ভিসার যারা অধিকারী, তাদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এ প্রসঙ্গে বলা হয়েছে, যারা জরুরী ভিত্তিতে বা মানবিক কারণে চিনে আসতে চান, তারা ভারতে অবস্থিত চিনা দূতাবাসে আবেদন করতে পারেন। বিবেচনার ভিত্তিতে সেই আবেদন গ্রহন করা হবে।
প্রসঙ্গত, পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত, বারবার ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি ভারতের চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত ইতিমধ্যেই লালফৌজদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনও পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত। দেশমাতৃকার গায়ে এতোটুকু আচ লাগতে ভারতীয় সেনারা দেবে না বলেই হুমকি দিয়েছেন তিনি। আর এরই মধ্যে চিনে ভারতীয়দের অনুপ্রবেশ নিয়ে বেজিং সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।