সম্প্রতি ভারত সফরে এসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখছেন তিনি। শি জিনপিংয়ের আতিথেয়তায় কোন কসুর করেনি ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ খেয়াল রাখছেন সমস্ত কিছুর। সেই উপলক্ষ্যে চিনের প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে গত শুক্রবার এক নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী।
আর সেখানে শি জিনপিংয়ের রসনা তৃপ্তির কোন কসুর বাকী রাখেনি ভারত। নৈশভোজের পাতায় দক্ষিণ ভারতের খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় শি জিনপিংয়ের। বিশেষ করে দক্ষিণী কুইজিনের উপস্থিতি জিভে জল এনেছে চিনা প্রেসিডেন্টের। তবে ভারত যতই উদরপূর্তি করাক না কেন, চিনের পাক-প্রীতি চিন্তায় ফেলেছে বিদেশমন্ত্রককে।
ভারতের চিন্তা বাড়িয়ে পাকিস্তানকে ৩০০ টি অত্যাধুনিক ট্যাঙ্ক উপহার দিতে চলেছে চিন। সূত্রের খবর, পাকিস্তানের আব্দার মেনেই পাক সেনার হাতে ৩০০ টি ‘ভিটি-৪’ ট্যাঙ্ক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন। একই সাথে নয়া প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে বেজিং।