Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশজুড়ে চীন দ্রব্য বয়কটের ডাক, ভারতের বাজারে ৯ শতাংশ কমলো স্মার্টফোন বিক্রি

Updated :  Sunday, July 26, 2020 9:48 AM

ইন্দো-চীন সংঘাতের জেরে সারা দেশজুড়ে চীন দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিকটক সহ বেশ কিছু চীনা apps বাতিল করা হয়েছে। এমনকি চীনের তৈরী স্মার্টফোন ব্যবহার বন্ধের জন্য ও স্লোগান ওঠে। সেই অনুযায়ী জুন মাসে ভারতের বাজারে চীনা স্মার্টফোন সংস্থাগুলির বিক্রি বেশ কিছুটা কমেছে। এমনকি ভারতে জুন মাসে চীনের তৈরী স্মার্টফোনের আমদানিও কমেছে।

বিশ্বে তৈরী হওয়া স্মার্টফোনের বেশিরভাগ কিছু জিনিসের জন্য চীনের সাথে জড়িত। আর চীনে পেটেন্টের কড়াকড়ি না থাকায় বিভিন্ন নতুন প্রযুক্তি কম দামে বাজারে আনতে পারে চীনের সংস্থাগুলি। তাই অন্যান্য দেশের থেকে এই দেশের এই প্রযুক্তিগত দিক বেশ উন্নত। ফলে চীনের স্মার্টফোনের সাথে অন্যান্য সংস্থাগুলিকে লড়াই করতে বেশ সমস্যাই হয়।

যদিও এই মার্চ, এপ্রিল ও মে মাসে ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৮১ শতাংশই ছিল চীনের। আর ইন্দো-চীন সংঘাতের জেরে জুন মাসে তা কমে ৭২ শতাংশ হয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ সংস্থার রিপোর্টে এই তথ্যই পাওয়া গেছে।