Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বান্ধবীর জন্মদিন পালনের জন্য ইতালি উড়ে গেলেন রোনাল্ডো

Updated :  Friday, January 29, 2021 7:30 PM

ফের বিপাকে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। করোনার (Coronavirus) মধ্যে বান্ধবীর জন্মদিন পালন করতে ইতালি (Itali) গিয়েছিলেন পর্তুগালের (Portugal) এই ফুটবল তারকা। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে পুলিশ। রোনাল্ডো তাঁর বান্ধবীকে ইতালির একটা রিসর্টে নিয়ে গিয়েছিলেন। এই রিসর্টটি তুরিন থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ২ দিনের সফরে রোনাল্ডো ফ্রান্সের (France) সীমা অতিক্রম করে ইতালিতে পা রেখেছিলেন। তবে ইতালির করোনাবিধি এতটাই কড়া যে রোনাল্ডোর নাম সংবাদপত্রের শিরোনামে উঠে আসে।

করোনা বিধি অনুসারে, ইতালিতে আগেই ঘোষণা করা হয়েছিল যে ফ্রান্স থেকে কেউ যেন ওই দেশে পা না রাখে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা জারি রয়েছে। যদিও পেশাদার কোনও কাজ, স্বাস্থ্য এবং আপতকালীন কাজের জন্য এই দুই দেশের মধ্যে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম যখন করোনা ভাইরাসের প্রাদূর্ভাব হয়েছিল, তখন ইতালিতে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। সেকারণে ওই দেশের প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনেই ২ দিন ধরে বেল বেনি এলাকায় সময় কাটিয়েছেন। মঙ্গলবার রাতে রড্রিগেজ়ের ২৭তম জন্মদিন পালন করতে ইতালির পাঁচতারা লে মেসিফ হোটেলে উঠেছিলেন। এই একই জায়গায় গতবছরও রড্রিগেজ় নিজের জন্মদিন পালন করেছিলেন। তবে সেইবার তাঁর সঙ্গে রোনাল্ডো ছিলেন না। এবার এই দুজনে বরফাবৃত পাহাড়ে স্নোমোবাইলের আনন্দও উপভোগ করেন। এখানে সময় কাটানোর পর রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনে তুরিন ফিরে এসেছিলেন।

ইতিমধ্যে স্থানীয় প্রশাসন রোনাল্ডো এবং তাঁর সফর নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ৪০,০০০ টাকার কাছাকাছি জরিমানা দিতে হবে। বর্তমানে জুভেন্তাস ক্লাবে সাত মিনিট মাঠে সময় কাটালেই রোনাল্ডো এই পরিমাণ অর্থ উপার্জন করেন। ইতিপূর্বে রোনাল্ডে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়েও ফুটবল খেলেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বুধবার আয়োজিত ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন জুভেন্তাসের প্রধান কোচ আন্দ্রে পিরলো। ৩৫ বছর বয়সি রোনাল্ডো নিজের ফিটনেসের কারণে আজও গোটা বিশ্বে জনপ্রিয়। সেইসঙ্গে তিনি একজন মারাত্মক স্ট্রাইকারও। চলতি মরশুমে এখনও পর্যন্ত তিনি ২০টি গোল করে ফেলেছেন। যদিও বিগত পাঁচটি ম্যাচে তিনি মাত্র দুটোই গোল করতে পেরেছেন।