কোচবিহার : ছট পুজো উপলক্ষে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে যাতে ঘাটগুলিতে পুণ্যার্থীদের যে ঢল নেমেছে তাতে কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে। কিন্তু পুরসভার গাফিলতিতে আজ ছট পুজোয় কোচবিহারের তোর্সা নদীতে সাঁকো ভেঙে ঘটলো মারাত্বক দুর্ঘটনা।
কোচবিহারে তোর্সার দুধারে প্রধান ছট পুজো হয়। একদিকে ফাঁসিঘাট আর একদিকে মাসান ঘাট। প্রতি বছর কোচবিহার পুরসভার পক্ষ থেকে এই ছট পুজোর সময় একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হয়। এই সেতু দিয়েই দুই ঘাটের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। এই সেতু ধরেই পুণ্যার্থীরা যাতায়াত করে।
আর এই সেতু দিয়ে আজ যাতায়াত করছিল ছট পুজোয় অংশগ্রহণকারী মানুষজন। ঠিক বিকেল পৌনে পাঁচটার দিকে সাঁকোতে অত্যাধিক মানুষজন চেপে পড়ায় হুড়মুড়িয়ে ভেঙে যায় সাঁকোটি।
সূত্রের খবর, ৭০ জন মতো নদীতে পড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত মৃত্যুর হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীদের তত্বাবধানে সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে, কোচবিহার পুরসভার। ২জন শিশু-সহ ৪ জন স্রোতে ভেসে যাচ্ছিল উদ্ধারকর্মীদের দারুন সহযোগিতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সকলকে উদ্ধার করা সম্ভব হলেও কোচবিহার পুরসভা ও প্রশাসনের উপর গাফিলতির অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।