Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মালদার গাজোলে CID হানা, মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা

Updated :  Sunday, September 4, 2022 2:57 PM

আবারো নতুন করে টাকার পাহাড় উদ্ধার হল বাংলায়। মালদার গাজলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানায় উদ্ধার হল প্রায় কয়েক কোটি টাকার পাহাড়। মালদার গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয় প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালিয়ে সিআইডি আধিকারিকরা উদ্ধার করলেন এই টাকার পাহাড়। সূত্রের খবর, এত পরিমাণ টাকা সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে যে গোনার জন্য নিয়ে আসতে হয়েছে টাকা গোনার মেশিন পর্যন্ত।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে সিআইডি। এখনো চলছে টাকা গোনার কাজ। তাই টাকার অংক আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। মনে করা হচ্ছে, নিষিদ্ধ কফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এই মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকার হদিশ পাওয়ার পর চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা রাজু সাহানি। তাদের দুজনের কাছেই পাওয়া গিয়েছিল টাকার পাহাড়। আর এবারে মালদার গাজল।

এদিন সকালে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সিআইডি প্রথমেই তাকে ধরে ধরে সাজানো রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট। রবিবার সকালে এই ছবি দেখে কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিআইডি আধিকারিকদের। কোথা থেকে এলো এত পরিমাণ টাকা? এই টাকা নেপথ্যে কি? তাহলে কি মাছ ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতেন তিনি? রবিবার সকালে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দিয়ে এরকমই প্রশ্ন উঠে আসে সিআইডি আধিকারিকদের মনে।

তবে পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি সূত্রে দাবি, সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ীর একজন আত্মীয়, দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ওম গুপ্তা। তার সূত্র ধরেই এই মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে সিআইডি। যারা যাচ্ছে নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল পাচারের সঙ্গে এই ব্যবসায়ীর যোগ ছিল। সেই পাচারের মাধ্যমেই এত বিশাল পরিমাণ সম্পত্তি তৈরি করতে পেরেছেন ওই মাছ ব্যবসায়ী।