গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ১ অক্টোবর থেকে খুলতে চলেছে যাত্রা, নাটক, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, খোলা মঞ্চে থিয়েটার, আবৃত্তি বা ম্যাজিক শো। এমনকি খুলে যেতে চলেছে সিনেমা হলও। শারীরিক দূরত্ববিধি এবং অন্য স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এসব। বাধ্যতামূলক করা হবে মাস্ক এবং স্যানিটাইজার।
তবে সেক্ষেত্রে দর্শক সংখ্যা হতে হবে মাত্র ৫০ জন। করোনা আবহে এক এক করে আবার সব কিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। সংক্রমণ না কমলেও করোনা বিধি মেনেই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। কোভিড পরিস্থিতিতে এক এক করে সমস্যার মুখে পড়েছে যাত্রা এবং নাটকের শিল্পীরা। এবার তাদের কথা ভেবেই যাত্রা, নাটক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে তিনি ঘোষণা করে জানিয়েছেন, ”স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, নৃত্য-গানের অনুষ্ঠান ও ম্যাজিক শোর অনুমোদন দেওয়া হচ্ছে। তবে ৫০ জন বা তার কম দর্শক থাকতে হবে। মানতে হবে শারীরিক দূরত্ব। মাস্ক ও অন্যান্য বিধি মানাও বাধ্যতামূলক।”














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film