Today Trending Newsদেশনিউজ

নাগরিকত্ব বিল হিন্দু-মুসলমান ঐক্য বিরোধী, এই বিল কোন মতেই পাস হতে দেওয়া যায় না

Advertisement

দিল্লি : চলতি শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিলকে আইন আকারে নিয়ে আসতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে এদেশে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষদের ভারতের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে সরল করতে এই বিল আইন হিসেবে নিয়ে আসা খুব জরুরী বলে মনে করছে বিজেপি নেতারা।

তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভার উতরে গেলেও রাজ্যসভায় এই বিল আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই আজ লোকসভার অধিবেশনে এই বিলের তীব্র বিরোধিতা করে সওয়াল করলেন সাংসদ বদরুদ্দিন আজমল।

আসামের ধুবুরি থেকে নির্বাচিত এই সাংসদ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এদিন বলেন, ‘এই বিল দেশের সংবিধানের পরিপন্থী।’ এই বিল আসলে সাম্প্রদায়িক বিভেদকে উস্কে দিচ্ছে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিল হিন্দু-মুসলমান ঐক্য বিরোধী। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি। এই বিল কোন মতেই পাস হতে দেওয়া যায় না।’

লোকসভায় এভাবে বিরোধিতার মুখে পড়তে হওয়ায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে, রাজ্যসভায় এই বিল পাস করাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কেন্দ্রকে।

Related Articles

Back to top button