এনআরসি-এর মতো নাগরিকত্ব বিল নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব বিল আসলে এনআরসি-এর মতোই একটি ‘মস্ত ফাঁদ’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বাঙালি ও হিন্দু নাগরিকদের বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত করাই এই বিলের উদ্দেশ্য বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকার সোমবার থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ করবে বলে জানা গিয়েছে। বিলটি পেশ করার আগেই বিলটি নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই যায়।
এদিন শুধুমাত্র এই বিলের বিরোধিতাই নয়, বিল ছাড়াও একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর দ্বারা পরিচালিত সংস্থা গুলি পুনরুজ্জীবিত না করে সব বিক্রি করে দিতে বেশি উৎসাহী। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী দেশের অর্থনৈতিক অচলাবস্থা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মোদী সরকারকে।
প্রসঙ্গত সংসদের এই শীতকালীন অধিবেশনেই নাগরিকত্ব বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার। যে বিলে ভারতের পার্শ্ববর্তী দেশ গুলো থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, জৈন, খ্রিশ্চান, শিখ, পার্সি এবং বৌদ্ধদের কোনও নথি না থাকলেও, ভারতে সাত বছর থাকলেই তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এই নাগরিকত্ব বিল নিয়েই সোমবার কোচবিহারের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। দেশের বৈধ নাগরিকত্ব থেকে হিন্দু এবং বাঙালিদের দেশ থেকে বের করাই যে এই বিলের মূল উদ্দেশ্য তা তিনি এদিন মন্তব্য করেন।