ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ১.৬০ লাখ টাকায় বাড়িতে নিয়ে যান Citroen-এর নতুন SUV, জানুন ফিচার এবং দাম

বর্তমানে ভারতের বাজারে এই গাড়ি বেশ জনপ্রিয় হতে শুরু করেছে

Advertisement
Advertisement

ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি Citroen ধীরে ধীরে ভারতে নিজের একটা ভালো মার্কেট তৈরি করে নিতে শুরু করেছে। তাদের গাড়িগুলোর মাধ্যমে এখন ভারতের বাজারে এই কোম্পানিটি বেশ নাম করে নিয়েছে। নিজের ইউনিক ডিজাইন এবং কম্ফোর্টেবল গাড়ির কারণে ভারতের বাজারে Citroen গাড়ির একটা চাহিদা প্রথম থেকেই রয়েছে। আর এবারে এই কোম্পানিটি তাদের নতুন গাড়ি আনতে চলেছে যার নাম দেওয়া হয়েছে ব্যাসাল্ট। এই নতুন গাড়িটি হতে চলেছে একটি স্টাইলিশ গাড়ি এবং থাকবে বেশ কিছু এমন ফিচার যেগুলো কিন্তু খুব দামি গাড়িতে পাওয়া যায়। ফলে মধ্যবিত্তের বাজেটের মধ্যে এই নতুন গাড়িটি জনপ্রিয়তা তৈরি করতে পারবে বলে আশা।

Advertisement
Advertisement

আকর্ষণীয় ডিজাইন এবং বৈশিষ্ট্য

Citroen Basalt গাড়িতে মডার্ন এবং আই ক্যাচিং ডিজাইন দেওয়া হয়েছে। অন্যান্য এসইউভি গাড়ির তুলনায় এটা কিন্তু অনেকটা আলাদা। এই গাড়িতে বেশ একটা স্পোর্টি ডিজাইন রয়েছে যা নতুন বিকল্প প্রদান করবে ভারতের সাধারণ গ্রাহকদের। এই গাড়িতে স্লপিং রুফলাইন এবং এরোডাইনামিক ডিজাইন রয়েছে যা ভারতের গাড়ির মার্কেটে খুব একটা বেশি দেখা যায় না। স্পোর্টস কার হিসেবে এই গাড়িটি ভারতের বাজারে ভালো নাম করে নেবে বলে মনে করা হচ্ছে। এই গাড়িটিকে একেবারেই কমফোর্ট এর জন্য ডিজাইন করা হয়েছে। এই গাড়ির ড্যাশবোর্ডে একটি ১০.২৫ ইঞ্চি কাফ্লুটিং টাচস্ক্রিন দেওয়া হয়েছে যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সাপোর্ট করে। ব্যবহারকারীর নেভিগেশন মিউজিক এবং কমিউনিকেশন চালানোর জন্য এই স্ক্রিন ব্যবহার করা যাবে।

Advertisement

দমদার পারফরমেন্স ও দাম

এই গাড়িতে ব্যবহার করা হয়েছে একটি অত্যন্ত এফিশিয়েন্ট ইঞ্জিন এবং তার সাথেই রয়েছে একটি ইমপ্রেস রেক। এই গাড়িতে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার ইঞ্জিন যা ৮২ bhp শক্তি তৈরি করতে পারে এবং ১১৫ nm টর্ক তৈরি করতে পারে। এই গাড়ির পাওয়ারফুল নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে আপনারা এই গাড়ি ভালোভাবে চালাতে পারবেন এবং আপনার নেটওয়ার্কিং নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই গাড়িতে আপনারা ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পেয়ে যান। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লাখ টাকা থেকে এবং এর সর্বাধিক দাম হবে ১৩.৮৩ লাখ টাকা। আপনি ১.৬০ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি কিনতে পারবেন। পরে বাকি টাকা ইএমআই হিসেবে দিতে পারবেন। ফোনে একটু দামি গাড়ি কেনার যদি বিকল্প থাকে তাহলে এই গাড়িটিই আপনি অবশ্যই কিনতে পারেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button