Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রোজভ্যালিকাণ্ডে নয়া মোড়! এক অভিযুক্তকে সাত বছরের সাজা দিল নগর দায়রা আদালত

Updated :  Friday, February 12, 2021 6:30 PM

কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই (CBI) বিধানসভা ভোটের (assembly Election) মুখে রোজভ্যালিকাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে। গত জানুয়ারি (January) মাসে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর (Goutam স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই ১২ কোটি ৮৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের এই মামলায় এবার জাল গোটাতে জোরদার তৎপরতা নিয়েছে। কেলেঙ্কারির শিকড় আরও গভীরে বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যেই রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে নেমে বেশ কিছুটা সাফল্য হাতে এসেছে সিবিআই এর।

কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত  গৌতম কণ্ডু আপাতত জেলে। গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন।ইডি-র আধিকারিকদের  অনুমান,রোজভ্যালির টাকাও বিদেশে পাচার হয়েছে।

ইডি-র আধিকারিকরা সেই বিষয়েই শুভ্রা কুণ্ডুকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেছিলেন। শুভ্রা কুণ্ডুর দক্ষিণ কলকাতার আবাসনে গিয়েছিলেন ইডি-র ৩ আধিকারিক।গৌতম কুণ্ডুর একাধিক ব্যবসা তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে ছিল।

ইডি-র আধিকারিকরা সে বিষয়ে প্রশ্ন করেছিলেন শুভ্রাকে।তাঁর নামে ঠিক কী কী ব্যবসা ছিল তা জানতে চেয়েছিলেন আধিকারিকরা। ব্যাবসা থেকে কত টাকা সংস্থা ঘরে তুলেছে সে বিষয়েও শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসাররা। অবশেষে শুভ্রার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়।