Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৃষি সংস্কার আইনকে সমর্থন জানিয়ে কৃষি আইনের পক্ষে বিবৃতি প্রাক্তন সরকারি আধিকারিকদের

Updated :  Monday, September 28, 2020 9:33 PM

কৃষি সংস্কার আইনকে সমর্থন জানালেন প্রাক্তন সিভিল সার্ভেন্ট এর একাংশ। কৃষি আইন নিয়ে মিথ্যে ও অপপ্রচার চালানো হওয়ার কারণেই তারা মুখ খোলেন।  সোমবার তাঁরা একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের সমাজের একটি অংশ কৃষি আইন নিয়ে অপপ্রচার করছে ও নানা রকম ভুল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে৷ সম্প্রতি বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি, এরকমই মিথ্য প্রচারের ফলে সংখ্যালঘু, ছাত্র-ছাত্রীদের মনে কুপ্রভাব পড়েছে৷

এখন একই ভাবে কৃষকদের উপরে পড়ছে। বিলের সমালোচকদের একহাত নিয়ে প্রাক্তন সিভিল সার্ভেন্টদের বক্তব্য, সাধারণ মানুষ জানে, সংখ্যালঘু, ছাত্র-ছাত্রী ও কৃষকদের মনে কুপ্রভাব ফেলছে কিছু স্বার্থলোভী মানুষ”৷ প্রসঙ্গত, দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ কংগ্রেসের কর্মীরা ইন্ডিয়া গেটের সামনে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন।

কৃষি বিলর বিরোধিতার জন্য সোমবার সকালে কংগ্রেস কর্মীদের একটি দল ট্রাক্টরে চেপে ইন্ডিয়া গেটের সামনে আসে। আর সেখানেই পরিস্থিতি চরমে ওঠে। গত কাল কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, যার ফলে আইনে পরিণত হয়েছে ওই তিনটি বিল। আর তারপর থেকেই পরিস্থিতি আরো অগ্নি গর্ভ হয়ে ওঠে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনেক কিছু বুঝিয়েছেন কিন্তু তাও পরিস্থিতি হাতের বাইরে।

প্রাক্তন ব্যাঙ্কিং সচিব ডি কে মিত্তল, প্রাক্তন অর্থ সচিব এস নারায়ণ, প্রাক্তন পেট্রোলিয়াম সচিব সৌরভ চন্দ্র, প্রাক্তন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার, প্রাক্তন অসামরিক বিমান মন্ত্রক সচিব কে এন শ্রীবাস্তব সহ ৩২ জন প্রাক্তন আইএএস অফিসার কৃষি বিলের সমর্থনে বিবৃতি দিয়েছেন৷