Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাকদ্বীপে মাঝি ও মৎজীবিদের সংঘর্ষ, জখম পুলিশ

Updated :  Sunday, August 16, 2020 9:46 PM

কাকদ্বীপে মাঝি এবং মৎজীবিদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ থামাতে যায় পুলিশ। পাল্টা আক্রমণ করা হয় পুলিশের উপর। সংঘর্ষের কারণ হিসেবে জানা গিয়েছে, টাকা নিয়ে মাছ ধরতে না যাওয়ার অভিযোগ। আর তার জেরেই বাধে সংঘর্ষ।

মাঝি ও মৎজীবিদের মারধরের জেরে আক্রান্ত মাঝি। এর জেরে গ্রেফতার করা হয়েছে মৎসজীবিদের। এছাড়া জখম ৫ থেকে ৬ জন পুলিশ কর্মী। কাকদ্বীপে এদিন মাঝি ও মৎজীবিদের সংঘর্ষে থামাতে হাজির হয় পুলিশ। আর তারপরেই পুলিশও জখম। ওই ঘটনায় মৎসজীবিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওসি ছাড়াও জখম ৫ থেকে ৬ জন পুলিশ কর্মী।