দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগণা, জারি ১৪৪ ধারা
স্থানীয় একটি ক্লাবে এক দোকানদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর উত্তর ২৪ পরগনা। এলাকায় ২ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জনগণের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। প্রশাসনের তরফে ইন্টারনেট পরিষেবায় অস্থায়ী স্থগিতাদেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, জেলার দেগঙ্গা, আমডাঙ্গা ও দত্তপুকুর এলাকায় এই নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে। সূত্রের খবর, ইন্টারনেট সার্ভিস চালু করার আগে বা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা শিথিল করার আগে পুলিশ পরিস্থিতি পর্যালোচনা করবে।
আরও পড়ুন : সরকারের অনুমতি পেলে, পাক-অধিকৃত কাশ্মীর অভিযানের জন্য প্রস্তুত সেনাবাহিনী : এম এম নারভান
মঙ্গলবার সন্ধ্যায় দোকানদারের মৃতদেহ উদ্ধারের পরে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় এক মেলায় স্টল বসানো ওই দোকানদার এক মহিলার সাথে ঝগড়া করেছিল বলে জানা গেছে। পরে ওই দোকানদারকে স্থানীয় একটি ক্লাবের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এর পরই ওই এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। মৃতের আত্মীয় স্বজনরা ওই মৃত্যুর জন্য ক্লাবের সদস্যদের দায়ী করে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায় বলে জানা গেছে। অপর পক্ষ পাল্টা হামলা চালালে দু পক্ষকে বিরত করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আপাতত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।