Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ও উৎসব অ্যাডভান্স ঘোষণা রাজ্যের

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো ও অশ্বডিম্ব বলেছেন তিনি। কিন্তু এর মধ্যেই রাজ্যের জন্য বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা…

Avatar

কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো ও অশ্বডিম্ব বলেছেন তিনি। কিন্তু এর মধ্যেই রাজ্যের জন্য বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের ফলে রাজ্যের আয়ের অবস্থা খুব খারাপ। তবুও আজ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস ও আগাম অর্থের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আজ বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব বোনাস ২০০ টাকা বাড়িয়ে ৪২০০ টাকা করা হয়েছে। এছাড়া উৎসব অ্যাডভান্স বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে বেশি সংখ্যক কর্মী যাতে উৎসব বোনাস ও অ্যাডভান্স -র সুবিধা নিতে পারেন, সেই জন্য বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া উৎসব অ্যাডভান্স নেবার জন্য ও বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এই উদ্যোগের জন্য রাজ্যের খরচ হবে ৪০০ কোটি টাকা। লকডাউনের ফলে মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ রাজ্যের। আজ ‘মাটির সৃষ্টি’ নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সহ ৬ টি জেলার মোট পঞ্চাশ হাজার একর জমিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

About Author