করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আগত কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন তাদের এই রাজ্যে আসা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটও করেন তিনি। ওই ট্যুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান কীসের ভিত্তিতে রাজ্যে এই প্রতিনিধি দল।
তবে এরই মাঝে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পাঠানো প্রতিনিধি দল পৌঁছে গেছে রাজ্যে। জানা গেছে কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই রাজ্যের ৭ জেলার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে তৈরি করা প্রতিটি দলে ৫ জন করে আধিকারিক রয়েছেন।
We welcome all constructive support & suggestions, especially from the Central Govt in negating the #Covid19 crisis. However, the basis on which Centre is proposing to deploy IMCTs in select districts across India including few in WB under Disaster Mgmt Act 2005 is unclear.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2020
দুটি দলের মধ্যে প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি দলটি ঘুরে দেখবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা। অন্যদিকে দ্বিতীয় দলটি যাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় পরিদর্শন করবে। আপাতত ৭টি জেলার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দেবেন তারা।
উল্লেখযোগ্য, কেন্দ্রের তরফ থেকে যে ১৭০ টি হটস্পট জেলা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে এ রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এছাড়া করোনামুক্ত জেলাগুলির মধ্যে রয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি।