Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে ‘মাটির সৃষ্টি’ প্রকল্প চালু রাজ্য সরকারের, জানুন এই প্রকল্পের সুবিধা

Updated :  Wednesday, May 13, 2020 8:12 PM

রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য “মাটির সৃষ্টি” নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। জানা গেছে, এই প্রকল্পের আওতায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ ৬ টি জেলার ৫০ হাজার একর অনুর্বর জমিতে বিভিন্ন ধরনের কাজ করা হবে।

বুধবার নবান্নে এই বিষয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাটির সৃষ্টি নামে একটি পরিবেশ বান্ধব প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্পের আওতায় ৫০ হাজার একর জমিকে কাজে লাগানো হবে। আমরা জানি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির জমি রুক্ষ। চাষের উপযোগী নয়, তাই এরকম ৫০ হাজার একর জমিকে কাজে লাগানো হবে এই প্রকল্পে। শুধু তাই নয় স্থানীয় কৃষকদের থেকে ১০-২০ একর পতিত জমির সঙ্গে সরকারি খাস জমি যোগ করে তৈরি করা মাইক্রো সাইট। সমবায়ের মাধ্যমে উৎপাদন করা হবে পণ্য। আড়াই লাখের বেশি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবে।”

জানা গেছে এই প্রকল্পে মাছচাষ, পশুপালন ও জল সম্পদ দপ্তর এর তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করা হবে। কৃষকদের নিয়ে তৈরি হবে ছোট ছোট সমবায়। তবে কোনো ঠিকাদার সংস্থা নিয়োগ করা হবে না। স্থানীয় বাসিন্দা ও স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে কাজে লাগানো হবে। ১০০ দিনের কাজের মাধ্যমে নিয়োগ করা হবে শ্রমিক ও কৃষকদের। ইতিমধ্যেই, ৬৫০০ একর জমিতে প্রাথমিক স্তরে কাজ শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া তৈরি হয়ে গিয়েছে ৫৫০ টি মাইক্রোপ্ল্যান।