Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mamata Banerjee: পুজোর অনুদান ৭০ থেকে বেড়ে ৮৫ হাজার টাকা! সামনের বছর ১ লক্ষ… ঘোষণা মমতার

Updated :  Wednesday, July 24, 2024 8:56 AM

আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই ঢাকে কাঠি পড়তে শুরু করে যাবে। কারণ দুর্গাপুজো আসছে। সেইসঙ্গে কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে সকলের। কুমোরটুলিতে প্রতিমা গড়ার প্রস্তুতিও তুঙ্গে। আর এসবের মাঝেই দুর্গাপুজো নিয়ে বিরাট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। চলতি বছরে দুর্গাপুজোর জন্য অনুদানের পরিমান বেশ অনেকটাই বাড়ানোর ঘোষণা করলেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পশ্চিমবঙ্গের দুর্গাপূজার আয়োজক কমিউনিটি ক্লাবগুলিকে রাষ্ট্রীয় অনুদান ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫,০০০ টাকা করেছেন। সেইসঙ্গে আগামী বছর ১ লক্ষ টাকার আশ্বাস দিয়েছেন। কলকাতা ও তার আশেপাশের এলাকায় প্রায় ৩,০০০ সহ রাজ্য জুড়ে কমিউনিটি ক্লাবগুলির প্রায় ৪০,০০০ দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার এই বছর বাঙালির সবচেয়ে প্রত্যাশিত উৎসবের জন্য কমপক্ষে ৩৪০ কোটি টাকা ব্যয় করবে।

Mamata Banerjee: পুজোর অনুদান ৭০ থেকে বেড়ে ৮৫ হাজার টাকা! সামনের বছর ১ লক্ষ... ঘোষণা মমতার

কলকাতা ও তার আশেপাশের এলাকায় প্রায় ৩,০০০ সহ রাজ্য জুড়ে কমিউনিটি ক্লাবগুলির প্রায় ৪০,০০০ দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার এই বছর বাঙালির সবচেয়ে প্রত্যাশিত উৎসবের জন্য কমপক্ষে ৩৪০ কোটি টাকা ব্যয় করবে।

মমতা জানান, ‘বিগত বছর পর্যন্ত আমরা প্রতিটি ক্লাবকে ৭০ হাজার টাকা করে দিয়েছিলাম। এই বছর, আমরা পরিমাণ বাড়িয়ে ৮৫, ০০০ করছি। আগামী বছর আমরা অনুদান বাড়িয়ে ১ লক্ষ টাকা করব।’ কলকাতার নেতাজি ইন্ডোর অডিটোরিয়ামে পুজো কমিটির সদস্য ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আগাম ঘোষণা করছি।”

তৃণমূল নেতারা জানান, মঙ্গলবার সকালে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপুজো উদ্যোক্তাদের অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, অক্টোবরে উৎসবের সময় যে সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত তার উপর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।