কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে ইতিমধ্যেই এনডিএ ছেড়ে তৃণমূল-কংগ্রেসের দিকে ঝুঁকেছেন বিমল গুরুং। সম্প্রতি কলকাতায় এসে তিনি বলে গিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়ে কথা রাখেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটা রাখেন, এমনটাও তিনি বলে গিয়েছেন। এমনকি রাজ্যে একুশের ভোটে জোড়াফুলের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন বিমল গুরুং, এমনটাও তিনি শহরে পা দিয়ে বলে যান। আর এবার বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের দ্বন্দ্ব মেটাতে ময়দানে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনয় তামাং, অনীত থাপাকে নবান্নে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, আগামী মঙ্গলবার এই দু’জনকে নবান্নে ডেকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে একুশের ভোটে বিমল গুরুং লড়াই করবেন, এমন বার্তা দুর্গা পঞ্চমীর দিন দেওয়ার পর থেকেই বিনয় তামাং, অনীত থাপা বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিভিন্ন বার্তা ছড়াচ্ছেন। এমনকি পাহাড়ে করছেন একাধিক শান্তি মিছিল। আজ, শনিবার এরকমই একটি শান্তি মিছিল ছিল পাহাড়ে। আর একুশের ভোটের আগে পাহাড়ে যাতে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যই ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী।
একুশের ভোটে সরকার গঠনের জন্য পাহাড়ের ভোটব্যাঙ্ক ভীষণভাবে জরুরী তৃণমূল-কংগ্রেসের কাছে। আর বিমল-বিনয় তর্জার মধ্যে এই অঙ্কটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে বলেই বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের মধ্যেকার বিবাদ মিটিয়ে দিতে চাইছেন মমতা। তাই মঙ্গলবার তিনি নবান্নে বিনয় তামাংকে ডেকে পাঠিয়েছেন। এখন নবান্নে মঙ্গলবার দুজনের মধ্যে কী কথোপকথন হয়, সেটাই দেখার।