Today Trending Newsকলকাতাক্রিকেটখেলানিউজপলিটিক্স

আজ সৌরভের অ্যাঞ্জিওগ্রাম হওয়ার কথা, হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Advertisement

কলকাতা: গতকাল, বুধবার (Wednesday) ফের বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এবার উডল্যান্ড (Woodland Hospital) নয়, তাঁকে অ্যাপোলো (Apollo Hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওগ্রাম হওয়ার কথা। ইতিমধ্যেই গতকাল সৌরভকে হাসপাতালে দেখতে উপস্থিত হয়েছিলেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmia)। কৈলাস বিজয়বর্গীয়র (kailash Vijaybarghya) থেকে সৌরভের হাল-হকিকত জেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাসপাতালে যেতে পারেন, এমনটাই বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে।

বছরের শুরুতেই গত ২ জানুয়ারি জিম করতে গিয়ে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব হওয়ার ফলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে। তারপর বেশ কয়েকদিন সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। সৌরভের বুকে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাকি দুটি স্টেন্ট পরে বসানো হবে বলে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার কারণে তাঁকে উডল্যান্ড থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই পুনরায় বুকে ব্যথা অনুভব করেন মহারাজ। তাই তরিঘড়ি গতকাল তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল রুটিন চেকআপের জন্যই সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যদি রুটিন চেকআপ হত, তাহলে উডল্যান্ডে না গিয়ে হঠাৎ কেন অ্যাপেলোতে তিনি ভর্তি হলেন? কারণ, বুকে ব্যথার কারণে উডল্যান্ডে যেখানে তাঁর চিকিৎসা হয়েছিল, নিয়মমাফিক সেখানেই তাঁর রুটিন চেকআপ হওয়ার কথা। কিন্তু সেটা না করে রুটিন চেকআপ করতে হঠাৎ করে কেন গঙ্গোপাধ্যায় পরিবার অ্যাপোলো হাসপাতালে সৌরভকে ভর্তি করলেন, এই নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাই এটা স্রেফ একটা রুটিন চেকআপ নয়, এমনটাই মনে করছেন অনেকে। তবে রুটিন চেকআপ হোক বা শারীরিক অসুস্থতা, সব ক্ষেত্রেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র দ্রুত আরোগ্য কামনা করেছে সকলে।

Related Articles

Back to top button