কলকাতা: করোনা পরিস্থিতিতে সকলেরই কাজকর্ম ও জীবনধারা থমকে গিয়েছিল। আমজনতা থেকে সেলিব্রেটি সকলেই ঘরবন্দি হয়েছিল। কিন্তু বর্তমানে নিউ নরম্যাল পরিস্থিতিতে সকলে ছন্দে ফেরার চেষ্টা করছে। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল মুখ্যমন্ত্রীর সফর। তবে এবার কাজের মধ্যে ফিরে তিনি উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন। সেপ্টেম্বরের শেষে উত্তরবঙ্গ পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কিছু কর্মসূচি সারবেন বলেও জানা গিয়েছে।
আগামী বছর বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের দিক থেকে কিছুটা বেগ পেতে হয়েছিল তৃণমূল সরকারকে। তাই এখন থেকেই উত্তরবঙ্গে বেশ কিছুটা জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ২৩ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের। তবে এই সমস্ত জেলায় যাবেন না নেত্রী। উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর ২৪ সেপ্টেম্বর ফিরবেন শহরে।