Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

UGC-র নতুন গাইডলাইন নিয়ে আপত্তি রাজ্যের, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

Updated :  Saturday, July 11, 2020 7:17 PM

করোনা আবহে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে ইউজিসির নতুন গাইডলাইন নিয়ে রাজ্য সরকারের আপত্তি জানিয়ে এবার কেন্দ্রকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেখানে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেবার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। এর আগে রাজ্য সরকার এই নিয়ে আপত্তির কথা জানিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে কোনো কাজ হয়নি।

গত সপ্তাহেই UGC বিশ্ববিদ্যালয়গুলির অন্তিমবর্ষের পরীক্ষা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে। আর সেখানেই বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অন্তিম পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষা অনলাইনে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নেওয়া যেতে পারে বলে গাইডলাইনে জানানো হয়েছে। কিন্তু UGC-র এই নতুন গাইডলাইনের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা জানিয়েছেন যে এই অবস্থায় কোনোভাবেই নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব নেই। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল ও আলোচনা করতে চেয়েছেন বলে জানিয়েছেন। উপাচার্যরা জেনেছেন আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হোক। এবার কেন্দ্রের কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র এখন পড়ুয়াদের যথা ভেবে কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।