Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউডে গুড নিউজ, ২০২১-এ মা হবেন কমেডি কুইন ভারতী সিং

Updated :  Monday, October 19, 2020 1:50 PM

পাঞ্জাবের ভারতী এখন গোটা দুনিয়ার সেন্সেশন। তাঁর কমেডি, তাঁর অভিব্যক্তি, তাঁর হাসি, তাঁর কথা বলার স্টাইল সবেতেই মাত দর্শকরা। তাঁর সেন্স অফ হিউমর এবং বাচনভঙ্গি দর্শকদের খুবই প্রিয়। ডেস্টিনেশন ওয়েডিং এ বিয়েও করেছেন কমেডি কুইন ভারতী। একটি ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’তে অংশগ্রহণের সময়েই একে অপরের প্রেমে পড়েন ভারতী এবং হর্ষ। গোয়াতেই বিয়ে করেছেন তাঁরা।

এবারে পালা একটা বেবি নেওয়ার। এই বেবি নেওয়া প্রসঙ্গে ভারতী জানান যে হর্ষের মা তাঁকে ছেলের দায়িত্ব দিয়েছেন। বলেছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন তার সব চাওয়া পূর্ণ করেন ভারতী। একদম সমানতালে মা ও স্ত্রী হওয়ার দ্বায়িত্বে বেশ অনেকটাই এগিয়ে রয়েছেন ভারতী। এরপরেই, কমেডি কুইন ভারতী একটি বাচ্চা পুতুল হাতে নিয়ে অন ক্যামেরা বলেন, হতে পারে আজকে আমার কোলে নকল বাচ্চা, কিন্তু ২০২১ এ আমার হাতে সত্যিকারের বাচ্চাই থাকবে। রইল সেই ভিডিও।

তাহলে কি ২০২১ এই আসতে চলেছে ভারতীর ঘরে নতুন কোন সদস্য?