ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: পুরোপুরি ফ্রি! ‘এনারা’ বিনামূল্যে ট্রেনে চড়তে পারবেন! জানুন তালিকায় কারা আছেন?

Advertisement

কাছাকাছি কোথাও যাওয়ার জন্য বাস সবচেয়ে ভালো, তবে দীর্ঘ দূরত্বের যাত্রায় ট্রেনের থেকে সুবিধাজনক আর কিছুই নেই। কারণ বাসে দীর্ঘ সময় যাত্রা করা কঠিন, আর ফ্লাইটের খরচ অনেক বেশি হওয়ায় সবার জন্য তা সুলভ নয়। ভারতীয় রেলওয়ে অনুযায়ী, ট্রেনের সিট বুক করার সময় ভাড়া নেওয়া হলেও অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হয় না।

তবে জানেন কি, ভারতীয় রেলে কিছু যাত্রীর জন্য টিকিট ফ্রি থাকে? এই বিষয়ে অনেকেরই জানাশোনা কম। তাই যদি আপনি জানতেন না, তবে পড়ুন এই প্রতিবেদনটি।

২০২০ সালের ৬ মার্চের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় রেলে পাঁচ বছরের কম বয়সী শিশুরা সম্পূর্ণ ছাড়ে ভ্রমণ করতে পারে। তবে, যদি ওই শিশুদের জন্য একটি বার্থের প্রয়োজন হয়, তবে প্রাপ্তবয়স্কদের মতো টিকিটের সমান টাকা দিতে হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ৪৬ শতাংশ ছাড়ে ট্রেনের টিকিট বিক্রি করা হয় এবং প্রতি বছর বিভিন্ন শ্রেণির যাত্রীরা মোট ৫৬,৯৯৩ কোটি টাকার ভর্তুকি পান।

এছাড়াও, এমন কিছু ট্রেনও আছে যেগুলিতে টিকিটের প্রয়োজন পড়ে না। যেমন, ভাখড়া-নাঙ্গল ট্রেন। এই ট্রেনটি ৭৫ বছর ধরে পঞ্জাবের নাঙ্গল এবং হিমাচল প্রদেশের ভাখড়া স্টেশনের মধ্যে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এই ট্রেনটি পাঁচটি স্টেশনে থামে এবং এতে যাত্রীরা বিনামূল্যে চড়তে পারেন।

Related Articles

Back to top button