দেশনিউজ

প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

Advertisement

করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। বুধবার ভোরে মাল্টিঅর্গ্যান ফেলিওর হওয়ার পর স্বাস্থ্যের অবনতি হওয়ায় মৃত্যু হল তাঁর। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে পরিচিত প্যাটেল গুজরাট কংগ্রেসের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন।

আহমেদ প্যাটেলের ছেলে ফয়জল প্যাটেল বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, “মাস খানেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে স্বাস্থ্যের অবনতি হয় মাল্টি অর্গ্যান ফেলিওরের জেরে। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাবা আজ ভোরে মারা গিয়েছেন।” আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “কংগ্রেসের শক্তিবৃদ্ধির জন্য তাঁর ভূমিকা সবসময় মানুষ মনে রাখবে।”

দলের সম্পত্তি এবং একজন স্তম্ভ হিসাবে প্যাটেলকে আখ্যা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করেছেন, “আজ একটা দুঃখের দিন। আহমেদ প্যাটেল কংগ্রেসের একজন স্তম্ভ ছিলেন। তিনি কংগ্রেসের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। দলের কঠিন সময়ে সবসময় পাশে ছিলেন। আমরা তাঁকে সর্বদা মনে রাখব। আমার ভালবাসা ও সমবেদনা রইল ফয়জল, মুমতাজ ও তাঁর পরিবারের জন্য।”

Related Articles

Back to top button