Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

CAA বিরোধী বিক্ষোভ : কাল রাজ ঘাটে ধর্নায় বসছে কংগ্রেস, নেতৃত্ব দেবেন রাহুল-সোনিয়া

Updated :  Saturday, December 21, 2019 9:19 PM

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে তীব্র আন্দোলনের ডাক দিতে চলেছে জাতীয় কংগ্রেস। দিল্লি থেকে এই রাজনৈতিক আন্দোলনের সূচনা করতে চলেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। তবে দেশ জোড়া এই আন্দোলন যাতে অহিংস থাকে সেটাও নিশ্চিত করতে চেয়েছেন তারা। গান্ধীর অহিংস আন্দোলনের আদর্শ সঙ্গে নিয়ে ধর্ণা আন্দোলনে সামিল হতে চলেছে জাতীয় কংগ্রেস।

আগামীকাল দিল্লির রাজঘাটে ধর্ণা আন্দোলনে সামিল হচ্ছে জাতীয় কংগ্রেস। দুপুর ২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত ধর্ণায় বসবেন কংগ্রেস নেতারা। এই ধর্ণা আন্দোলনে কংগ্রেসের সর্বোচ্চ স্থানীয় নেতারা অংশ নিতে পারেন বলে জানা গেছে। ধর্ণায় যোগ দিতে পারেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। উপস্থিত থাকবেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।

আরও পড়ুন : দিল্লিতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভীম আর্মি প্রধানের ১৪ দিনের জেল হেফাজত

এই প্রথম পথে নেমে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে দেখা যাবে সোনিয়া গান্ধীকে। ফলে আন্দোলন যাতে সম্পূর্ণ অহিংস থাকে সেদিকে কড়া নজর রাখছে কংগ্রেস নেতারা। এর আগে নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে আগুন জ্বলেছে সারা দেশে। প্রাণহানিও হয়েছে বিভিন্ন রাজ্যে।

সরকারি সম্পত্তি ধ্বংস থেকে পুলিশকে আক্রমণ রাষ্ট্রের বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে জনতা। রাজধানীর রাস্তায়ও জ্বলেছে আগুন। পুলিশের গুলি চালনার ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে। অনেক জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। বন্ধ রয়েছে বহু স্কুল কলেজ। এই অবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়ে কংগ্রেসের এই ধর্ণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।