নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করেছেন অনেকেই। কেউ পথে নেমেছেন, আবার কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারতের মানচিত্র দিয়ে তিনি টুইট করে এই নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করেছিলেন কিন্তু সমস্যা হয়ে গেল ভারতের মানচিত্রে। তা নিয়েই তিনি সমালোচনার মুখে পড়লেন। ভারতের মানচিত্র এই রয়েছে ভুল।
আরও পড়ুন : শুধু KYC নয়, ব্যাংকের ফর্মে এবার থেকে লাগতে পারে ধর্মীয় পরিচয় পত্রও
তবে তিনি অবশ্য ভুল স্বীকার করে বলেছেন তিনি ওই মানচিত্রের মাধ্যমে দেশের সীমানা বোঝাতে চাননি তিনি চেয়েছেন দেশের মানুষদের বোঝাতে। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সমালোচনার ঝড় বয়ে যায়, তাই তিনি তড়িঘড়ি টুইট ডিলিট করেন। ওই পোস্টারের উপরে লেখা ছিল ভারত বাঁচাও।