দেশনিউজ

ব্রেকিং নিউজ: করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার ঠিক পরের দিন করোনায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবারে করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার নিজেই টুইট করে এই কথা দেশবাসীকে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এবং তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর করোনা আক্রমণ হওয়ায় চিন্তায় তার ভক্তরা।

এদিন টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের করোনা আক্রান্ত হওয়ার পরে, টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্থতা কামনা করে ছিলেন। এছাড়াও দেশের বহু নেতা এবং নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের সুস্থতা কামনা করেছেন।

ঠিক তার পরের দিনই কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আক্রান্ত হলেন করোনায়। তিনি বিগত বেশ কিছুদিন ধরে, বাংলা সহ ৫ রাজ্যে নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছিলেন। সেই সময় করোনাভাইরাস এর পরিস্থিতি এতটা খারাপ অবস্থায় পৌঁছে যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বাকি জনসভা বাতিল করবেন। রাহুল গান্ধীর পথে হেটে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার জনসভায় কাটছাঁট করেছিলেন। যদিও বিজেপির তরফে প্রধানমন্ত্রী মোদির জনসভা কাটছাঁট না করা হলেও সর্বাধিক উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছে ৫০০ জনে।

Related Articles

Back to top button