পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গের পূর্ব মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে রাজভবনে সামনে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস। এদিন বিকেলে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালো একদল কংগ্রেস সমর্থক। পূর্ব বর্ধমানের মানকড় স্টেশনের পাশে কংগ্রেস কার্যালয়ের পাশে ড. বিধানচন্দ্র রায়ের এই মূর্তিটি ভাঙা হয় শনিবার রাতে। কংগ্রেসের অভিযোগের তির বিজেপির দিকে। তারই প্রতিবাদে আজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে একদল কংগ্রেস সমর্থক।
বন্দেমাতরম ধ্বনির সাথে কংগ্রেস সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা রাজভবনের ভিতরে ঢোকারও চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এক বিক্ষোভকারীর দাবি, যারা বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙেছে সেই বিজেপির সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছেনা কেনো? তারই প্রতিবাদ করতে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই ঘটনায় কয়েকজন কে আটক করেছে পুলিশ।