স্বাভাবিক ভাবেই গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলো পুরোনো হাইপ্রোফাইল মামলা। ২০১০ সালে অযোধ্যার ২.৭৭ একর জমিকে নিয়ে তিনটি পার্টির মধ্যে বিতর্কের সৃষ্টি হয় তার শীঘ্রই অবসান হল। সুন্নি ওয়াকফরা এই মামলা থেকে সরে এলে আদালতে শুনানি হিন্দুদের পক্ষে চলে যায়। গত বুধবার কোর্টে শেষ হয়েছে রাম জন্মভূমি – বাবরি মসজিদ জমি বিবাদের শুনানি। আর তার পরেই উত্তরপ্রদেশের উন্নাও থেকে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ দাবি করেন যে আগামী ৬ ই ডিসেম্বর থেকে শুরু হবে রাম মন্দির তৈরীর কাজ।
প্রসঙ্গত ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বরই ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। আর সেই থেকে করে এখনও পর্যন্ত চলছে মামলা। সাক্ষী মহারাজ বলেন প্রভু শ্রী রামের পক্ষে আদালতের রায় গেলে শান্তিপূর্ণ পরিবেশে তৈরী হবে রাম মন্দির। তিনি জানান যে, ১৯৯২ সালের যেদিন এখানে দাঁড়িয়ে মসজিদ ভাঙা হবে সেদিনই শুরু করা হবে রাম মন্দির তৈরীর কাজ।
তিনি সাংবাদিক বৈঠকে বলেন, রাম মন্দির তৈরীর স্বপ্ন সফল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে। শুধু এখানেই শেষ না, তিনি সুন্নি ওয়াকফ বোর্ডের উদ্দেশ্যে বলেন যে, তাদের মেনে নেওয়া উচিত যে বাবর তাদের পূর্বপুরুষ ছিলেন না, তিনি একজন আক্রমণকারী। এছাড়া তিনি মুসলিম ভাইদের মন্দির বানানোর কাজে সহযোগিতা করতে অনুরোধ করেন।