দেশনিউজ

রেকর্ডের পথে পেট্রোল-ডিজেলের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

Advertisement

নয়াদিল্লি: রেকর্ডের পথে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম! বর্তমানে মধ্যবিত্তের জীবন চালানো দুস্কর হয়ে উঠেছে। সবজির (Vegetables) দাম কিছুটা কমতে স্বস্তির নিঃশ্বাস নিতেই এবার ফের মাথায় হাত সাধারণ মানুষের। কলকাতা (Kolkata) সহ মেট্রো শহরগুলিতে (Metro City) বৃদ্ধি পেল পেট্রোল, ডিজেলের দাম। জ্বালানি তেল মূল্যবৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে। এই নিয়ে পরপর ৮ দিন, লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। প্রতিদিনই একটু একটু করে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে।

কলকাতায় মঙ্গলবার ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। বেড়েছে ডিজেলের দামও।০.২৯ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯০.৫৪ টাকায় পৌঁছেছে এবং ০.৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮৩.২৯ টাকা।

শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও। দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৯.২৯ টাকা প্রতি লিটার (০.৩০ পয়সা বৃদ্ধি) এবং ৭৯.৭০ টাকা প্রতি লিটার (০.৩৫ পয়সা বৃদ্ধি)।

এছাড়া মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৫.৭৫ টাকা (০.২৯ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৬.৭২ টাকা (০.৩৮ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯১.৪৫ টাকা (০.২৬ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৪.৭৭ টাকা (০.৩৩ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।

Related Articles

Back to top button