Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Gas Cylinder: ফের হ্রাস রান্নার গ্যাসের দাম, জানুন কলকাতার নতুন মূল্য

Updated :  Wednesday, February 5, 2025 3:18 PM

বাজেট ঘোষণার আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১ ফেব্রুয়ারি, শনিবার থেকে প্রতিটি ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭ টাকা কমেছে। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ৬২ টাকা বেড়েছিল। তবে নতুন বছরের শুরু থেকেই এই দামে স্বস্তি মিলছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টানা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, যার ফলে রেস্তরাঁ ও হোটেলে খাবারের দামও বেড়েছিল, সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়েছিল। তবে ২০২৪ সালের শুরুতে কিছুটা স্বস্তি এসেছে, জানুয়ারি মাসে প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমানো হয়েছিল। এবার ফেব্রুয়ারিতেও দাম আরও ৭ টাকা হ্রাস পেল।

নতুন দামে রাজধানী দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের মূল্য হয়েছে ১,৭৯৭ টাকা, কলকাতায় ১,৯০৭ টাকা, মুম্বইয়ে ১,৭৪৯.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৫৯.৫০ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দামে পরিবর্তন এলেও গৃহস্থালির ব্যবহৃত ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এখনো গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা রয়েছে।