Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বাংলায় করোনাভাইরাস বাড়ছে ‘বিজেপির বহিরাগতদের’ জন্য, জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বাকি বিজেপি নেতাদের একহাত নিলেন

Advertisement

পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এর পিছনেমূল কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বিজেপি বহিরাগতদের। তিনি ঘোষণা করলেন, ভোটে জেতার জন্য অন্য রাজ্য থেকে বাংলায় বিপুল সংখ্যক লোক নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি এই অতিরিক্ত লোক আনার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের। এর ফলে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি কিন্তু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে।

মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, রাজ্য সরকারের উদ্যোগে মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই চিঠিতে কোন আমল দেননি। জলপাইগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অসমে ইলেকশন মিটে যাওয়ার পরেই বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

তার পাশাপাশি তাঁর অভিযোগ অনেকের কাছে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করার নোটিশ পাঠানো হচ্ছে। ফলে বাংলায় বিজেপিকে ভোট দেওয়ার আগে মানুষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেছেন, রাজ্যের এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন অমিত শাহ সহ আরো বিজেপি নেতারা। তার অভিযোগ, এ বিভিন্ন রকম কথা বলার মাধ্যমে তিনি মানুষে মানুষে বিভেদ ঘটানোর চেষ্টা করছেন।

এছাড়াও করোনাভাইরাস গ্রাফ বৃদ্ধি পাওয়ার জন্য তিনি ভারতীয় জনতা পার্টি কে দায়ী করেছেন। জলপাইগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এখানে করোনা কি সুন্দর কমে গিয়েছিল। এতদিনে আরো বেশি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া যেত তাহলে করোনাভাইরাস এর পরিমাণ এত বাড়তে পারত না। তার পাশাপাশি, বিজেপি অন্য রাজ্য থেকে এই রাজ্যে বহিরাগত নিয়ে আসছে। আর তারা এই রোগ সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।”

Related Articles

Back to top button