নিউজ

করোনা আপডেট : ভারতের মোট ২৭ টি জেলাতে বাড়ছে সংক্রমণ, সর্বাধিক মহারাষ্ট্রে

Advertisement

গত ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণ ভারতে। একদিনে দেশে করোনাতে আক্রান্ত হয়েছেন ১হাজার ৯৯০ জন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জন। আর গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৯ জনের। মৃতের সংখ্যা ৮২৪। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী প্রায় ৬৮ শতাংশ করোনা আক্রান্তের খবর এসেছে ২৭ টি জেলা থেকে।

এই তথ্যের উপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে করোনা ভাইরাস এখন ক্লাস্টার হিসাবে ছড়াচ্ছে। এই ২৭ টি জেলা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যগুলি থেকে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৮ জন। যা পুনরায় দেশের মধ্যে সর্বাধিক। এদিকে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬১১ জন, আর মৃত্যু হয়েছে ১৮ জনের। দেশে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৯৬ হাজার ৯৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৮৪৫ জন, তবে আক্রান্তদের মধ্যে থেকেও সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ১৬ হাজার ৫৫০ জন। বিশ্বে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৮ হাজার ১৫৪ জন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে মারণ করোনা ভাইরাসে প্রাণ গিয়েছে ৫৩ হাজার ৭৫৫ জনের।

Related Articles

Back to top button