Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস এর নতুন ভেরিয়েন্ট, নতুন করে আক্রান্ত একই রাজ্যের ২১ জন

Updated :  Tuesday, June 22, 2021 11:24 AM

এতদিন ডেল্টা ভেরিয়েন্ট এর জন্য সারা ভারতে চলছিল করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। আর এবার এসে হাজির হলো করোনাভাইরাস এর অন্য একটি ভেরিয়েন্ট যার নাম ডেল্টা প্লাস। মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস এর সংক্রমণ ধরা পড়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন ইতিমধ্যেই ২১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ করা গেছে। এবং এই নতুন সংক্রমন শুরু হওয়ায় তৃতীয় ঢেউ আসার আশঙ্কা শুরু করেছেন অনেকেই।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, “গত ১৫ মে থেকে ইতিমধ্যেই ১০০ জনের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে এরকম করে পাঠানো হয়েছিল স্যাম্পল। ইতিমধ্যেই সাড়ে ৭০০০ নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ২১ জনের দেহে ডেল্টা প্লাস প্রজাতি পজিটিভ পাওয়া গেছে।”

মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে এবং কোথা থেকে এই ব্যাক্তিরা আক্রান্ত হলেন সেই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ এবং পর্যালোচনা। এছাড়াও তারা টিকা নিয়েছিলেন কিনা বা টিকা নেওয়ার পর সংক্রমিত হলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। আপাতত পাওয়া খবর অনুযায়ী যে ২১ জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে তাদের মধ্যে ৯ জন রত্নগীরি, ৭ জন জলগাও, ২ জন মুম্বাই এবং ১ জন করে পালঘর, সিন্ধুদুর্গ এবং ঠানেতে বসবাস করেন।

করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির কারনে ভারতে এসে হাজির হয়েছিল করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। আর এবারে যদি এই ভাইরাসের কারণে তৃতীয় ঢেউ এসে হাজির হয় তাহলে ভারত সরকারের পক্ষে সমস্যার কারণ হয়ে যাবে। মনে করা হচ্ছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ-এর ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাস রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। দু’দিন আগেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া আমাদের জানিয়েছিলেন এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট আরো বেশি মারাত্মক হতে পারে। ফলে স্বভাবতই আশঙ্কার প্রহর গুনছে সারাদেশ।