ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দেড় লক্ষের দোড়গোড়ায়। প্রতিদিনই বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। আর প্রতিদিনই আক্রান্তের সংখ্যার রেকর্ড করছে ভারত। বিশ্বে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন দশ নম্বরে দাঁড়িয়ে আছে। তবে করোনাতে সুস্থতার পরিসংখ্যান বাড়ছে। যা যথেষ্ট স্বস্তির বিষয়। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে ভারতে এখনও ৬০ হাজার ৪৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে ফিরেছেন।
সরকারি সূত্র অনুযায়ী, ভারতে সুস্থতার হার ৪১.৬১ শতাংশ। আর মৃত্যুর হার এখনও পর্যন্ত ২.৮ শতাংশ। বিশ্বে করোনাতে মৃত্যুর হার প্রতি লাখে ৪.৪ জন। আর ভারতে সেই হার অনেক কম। ভারতে প্রতি লাখে ০.৩ জন। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে দেশে টানা এতদিন ধরে লকডাউন চলার ফলে মৃত্যুর সংখ্যা কম হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন যে প্রতিদিনই ধাপে ধাপে দেশে করোনা আক্রান্ত রোগী সুস্থ হচ্ছেন। ভারতে করোনা মৃত্যুর হার সর্বনিম্নের তালিকায় রয়েছে বলে তিনি জানান।