ভারতে করোনা ভাইরাস যেমন ছড়াচ্ছে তেমনি গুজবও রটছে এই মারণ ভাইরাস নিয়ে। আর সেই গুজবের ফলে ক্ষতি হচ্ছে মুরগী ব্যবসায়ীদের। মুরগী নিয়ে গুজবের ফলে এর বিক্রিই প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং বাধ্য হশেই কমানো হয়েছে মুরগীর দাম। যার ফলে পোলট্রি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। মধ্যবিত্তের রান্নাঘরে ঢোকা প্রায় বন্ধ হয়ে গিয়েছে মুরগীর মাংস। গুজব রটেছে “মুরগীতে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস”- এর ফলে স্বাভাবিকভাবেই ভীতির সঞ্চার হয়েছে মানুষের মনে। যার ফলে দামও প্রায় অর্ধেক কমে গিয়েছে মুরগীর মাংসের।
এমন অবস্থা ‘ঝোপ বুঝে কোপ’ – ফেলছেন খাসির মাংস ব্যবসায়ীরা, এমনটাই মত ক্রেতাদের। মুরগীর মাংস খাওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড় এমন অবস্থায় সবাই খাসির মাংসের দোকানে ভিড় বাড়িয়েছেন। যার ফলে সুযোগকে কাজে লাগাচ্ছে খাসির মাংস ব্যবসায়ীরা। ক্রেতারা জানাচ্ছেন, যে খাসির মাংসের দাম ছিল ৫০০ টাকা প্রতি কেজি তা এখন হয়ে দাঁড়িয়েছে ৭০০-৭৫০ টাকা। যার ফলে ক্রেতাদের পকেটে টান পড়েছে অনেকটাই। এমন অবস্থায় আজ সকালে খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) হানা দেয় কলকাতার বাজারে। নিউমার্কেটে খাসির মাংসের দোকানে হানা দেন ইবি আধিকারিকরা। আকাশ ছোঁয়া খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তারা।
আরও পড়ুনঃ পূবালী হাওয়ার সংঘাতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে
মুরগী ব্যবসায়ীদের বেহাল দশাকে কাজে লাগিয়ে খাসির মাংসের দাম বৃদ্ধিকে অনেকে কালোবাজারি বলছেন। ইবি-র শীর্ষ কর্তারা খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে বলার পর হুশিয়ারী দেন দাম নিয়ন্ত্রণে না আনলে নেওয়া হবে উপযুক্ত আইনি ব্যবস্থা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside