Today Trending Newsদেশনিউজ

করোনা আতঙ্কে বাতিল একের পর এক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল

Advertisement

করোনা আতঙ্কে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে ভারতীয় রেলে। সেন্ট্রাল রেলেওয়ে বাতিল করলো একগুচ্ছ ট্রেন। করোনা আতঙ্কে ট্রেনের সিট ভর্তি হচ্ছেনা, আবার অনেকে কনফার্ম টিকিট ক্যানসেল করছেন। ফলে স্বাভাবিক ভাবেই রেলের ক্ষতি হচ্ছে, আর এর জন্যেই একের পর এক ট্রেন ক্যানসেল করছে সেন্ট্রাল রেলওয়ে। কোন কোন ট্রেন বাতিল হলো দেখে নিন:

১. 11008 পুনে-মুম্বই ডেকান এক্সপ্রেস ১৮.০৩.২০ থেকে ৩০.০৩.২০ পর্যন্ত।

২. 11201 এলটিটি-আজনি এক্সপ্রেস ২৩.০৩.২০ থেকে ৩০.০৩.২০ পর্যন্ত।

৩. 11202 আজনি-এলটিটি এক্সপ্রেস ২০.০৩.২০ থেকে ২৭.০৩.২০ পর্যন্ত।

৪. 11205 এলটিটি-নিজামবাদ এক্সপ্রেস ২১.০৩.২০ থেকে ২৮.০৩.২০ পর্যন্ত।

৫. 11206 নিজামবাদ-এলটিটি এক্সপ্রেস ২২.০৩.২০ থেকে ২৯.০৩.২০ পর্যন্ত।

৬. 22135/22136 নাগপুর-রেওয়া এক্সপ্রেস ২৫.০৩.২০ পর্যন্ত।

৭. 11401 মুম্বই – নাগপুর নন্দীগ্রাম এক্সপ্রেস ২৩.০৩.২০ থেকে ০১.০৪.২০ পর্যন্ত।

৮. 11402 নাগপুর-মুম্বই নন্দীগ্রাম এক্সপ্রেস ২২.০৩.২০ থেকে ৩১.০৩.২০ পর্যন্ত।

৯. 11417 পুনে-নাগপুর এক্সপ্রেস ২৬.০৩.২০ থেকে ০২.০৪.২০ পর্যন্ত।

১০. 11418 নাগপুর-পুনে এক্সপ্রেস ২০.০৩.২০ থেকে ২৭.০৩.২০ পর্যন্ত।

১১. 22139 পুনে-আজনি এক্সপ্রেস ২১.০৩.২০ থেকে ২৮.০৩.২০ পর্যন্ত।

১২. 22140 আজনি-পুনে এক্সপ্রেস ২২.০৩.২০ থেকে ২৯.০৩.২০ পর্যন্ত।

১৩. 12117/12118 এলটিটি-মনমাদ এক্সপ্রেস ১৮.০৩.২০ থেকে ৩১.০৩.২০ পর্যন্ত।

১৪. 12125 মুম্বই-পুনে প্রগতি এক্সপ্রেস ১৮.০৩.২০ থেকে ৩১.০৩.২০ পর্যন্ত।

১৫. 12126 পুনে-মুম্বই প্রগতি এক্সপ্রেস ১৯.০৩.২০ থেকে ০১.০৪.২০ পর্যন্ত।

১৬. 22111 ভূসাবল-নাগপুর এক্সপ্রেস ১৮.০৩.২০ থেকে ২৯.০৩.২০ পর্যন্ত।

১৭. 22112 নাগপুর-ভূসাবল এক্সপ্রেস ১৯.০৩.২০ থেকে ৩০.০৩.২০ পর্যন্ত।

১৮. 11307/11308 কালাবুরাগী-সেকান্দারবাদ এক্সপ্রেস ১৮.০৩.২০ থেকে ৩১.০৩.২০ পর্যন্ত।

১৯. 12262 হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস ২৪.০৩.২০ এবং ৩১.০৩.২০ তারিখ পর্যন্ত।

২০. 12261 মুম্বই-হাওড়া দুরন্ত ২৫.০৩.২০ এবং ০১.০৪.২০ তারিখ পর্যন্ত।

২১. সিএসএমটি-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস, নিজামুদ্দিন-সিএসএমটি রাজধানী এক্সপ্রেস ২১, ২৪, ২৬ এবং ৩১ তারিখ, এই দিন গুলি ক্যানসেল থাকবে।

Related Articles

Back to top button