স্ট্রেচার নেই, করোনা রোগীকে স্কুটারে বসিয়ে ছুটে গেলেন যুবক
রোগীকে মাঝে বসিয়ে চালক এবং তার পিছনে আরো একজন বন্ধু হাসপাতাল থেকে সোজা বেরিয়ে গেলেন স্কুটি চালিয়ে
আপনারা সকলেই হয়তো থ্রি ইডিয়েট সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন। এই সিনেমার একটি দৃশ্যে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে শর্মন যশি অর্থাৎ রাজুর বাবাকে র্যাঞ্চো এবং পিয়া স্কুটিতে করে হাসপাতালে নিয়ে এসেছিল। তখন সারা সিনেমা হলে অট্টহাস্য গমগম করতে থাকলেও ওই দৃশ্যটি কিছুটা হলেও আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে। এবারে একই রকম একটি দৃশ্য দেখা গেল ভারতবর্ষে। তবে এবারে কোন সাধারণ রোগ নয়, একেবারে করোনা!
বর্তমানে ভারতে করোনাভাইরাস এর কারণে নাজেহাল গোটা দেশ। প্রত্যেকদিন তিন লাখের কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন। এই পরিস্থিতিতে বেড এবং অক্সিজেন খুঁজে লোকজন হয়রান হয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি ভিডিওর এলো সবার সামনে যা হুবহু থ্রি ইডিয়টস সিনেমার মতো একটি দৃশ্য আমাদের সামনে নিয়ে আসে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুটি সজোরে ছুটে আসছে হাসপাতালে করিডোর এর ভেতর দিয়ে। সবাই দেয়ালের কাছে চলে যাচ্ছেন নিজেকে বাঁচাতে। কিন্তু সবার আগে প্রয়োজন রোগীকে বাঁচানো, তাই স্কুটি হর্ন দিতে দিতে এগিয়ে যাচ্ছে। একটা হাসপাতাল, যেখানে কোন স্ট্রেচার নেই।
সেই অবস্থায় মুমূর্ষু রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতলে স্থানান্তরিত করতে হবে। এই অবস্থাতেই এক যুবক (সম্ভবত ঐ যুবকটি তার ছেলে) রোগীকে স্কুটিতে বসিয়ে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। পিছনে ছিলেন আরো একজন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু এলাকায় একটি হাসপাতালে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার একটা রূপ তুলে ধরেছে।