কলকাতা : প্রতিদিনই রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৭৭,৭০১। যার নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩০৪২জন।এমনকি করোনায় আক্রান্ত হওয়ার কারণে এখনো পর্যন্ত দেশে আত্মহত্যা করেছে বহু। আর এবার চিকিৎসা চলাকালীন করোনা ওয়ার্ডেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা চিকিৎসার বিল্ডিংয়ে।
রবিবার সকালে হঠাতই ওয়ার্ডে থাকা কর্মীরা দেখেন, ওয়ার্ডের মধ্যেই বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রোগী। এই ঘটনার পরেই তারা খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কিন্তু করোনা না কি অন্য কারনে এই আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর ওই রোগীর নাম রাজকুমার বেরা, তিনি কাকদ্বীপের বাসিন্দা।
৩৮ বছর বয়সী রাজকুমার বেরা অনেক দিন ধরেই রক্তের একাধিক সমস্যায় আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছিলো এনআরএসের হেমাটোলজি বিভাগে। কিন্তু এর মাঝেই করোনা আক্রান্ত হয়ে পড়ায় তাঁকে করোনা চিকিৎসার জন্য তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। আর এসবের মাঝেই রবিবার সকালে বাথরুমের মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন ওয়ার্ড কর্মীরা।