কলকাতা : হাসপাতাল থেকে বেড়িয়ে ওই চত্ত্বরে টানা ৫ ঘণ্টা ঘুরে বেড়ালেন এক করোনা আক্রান্ত রোগী। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজের এই ঘটনায় আঙ্গুল উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে । করোনা আক্রান্ত ওই ব্যাক্তির নাম মীর আলম।
পঞ্চান্নর মীর আলম থাকেন মেদিনীপুরে, কিন্তু কাজের সূত্রে থাকেন কলকাতায়। ম্যাঙ্গো লেনের একটি মোটর পার্টসের দোকানে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন মীর আলম। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এরপরেই তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে।
এদিকে হাসপাতালে থাকা মাত্রই তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। আর এদিনের ঘটনায় তো অবাক গোটা কলকাতাবাসী। অক্সিজেন মাস্ক খুলে, স্যালাইন খুলে মীর আলম বেরিয়ে পড়েন করোনা ওয়ার্ড থেকে। এর কিছুক্ষন পরেই ওয়ার্ড থেকে বের হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মীর আলম, কিছুক্ষণের মধ্যেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।
এরপর এক পুলিশ কর্মীর নজরে আসে মীর আলম মাটিতে বসে হাফাচ্ছে , আর সন্দেহ হওয়ার কারনেই তিনি হাসপাতালে নিয়ে যান মীর আলমকে। ওদিকে ততোক্ষণে হৈচৈ পড়ে গেছে ইমার্জেন্সি বিভাগের গ্রাউন্ড ফ্লোরে। আর এই ঘটনায় ফের অভিযোগের আঙ্গুল উঠেছে হাসপাতালের দিকে, কিন্তু তাতেও কোন হেলদোল নেই।