Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, লকডাউনের পথে হাঁটতে চলেছে এই দেশ

Updated :  Sunday, March 14, 2021 9:23 AM

আবারো সারা বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে করোনাভাইরাস। এই ভাইরাসের নতুন স্ট্রেন এর কারণে এবারে লকডাউন এর পথে হাঁটতে চলেছে বেশ কয়েকটি দেশ। এদের মধ্যে রয়েছে ইতালি, জার্মানি সহ আরো অনেক দেশ। খুব শীঘ্রই ইতালিতে লকডাউন শুরু হতে চলেছে। আগামী সোমবার থেকে রাজধানী রোম এবং বাণিজ্যিক রাজধানীর মিলান এর মত বহু শহরে শুরু হয়ে যাবে লকডাউন। তারপর ইতালি সারাদেশে লকডাউন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতালি সরকার।

ইতালিতে দৈনিক সংক্রমণ ২৫ হাজার এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত বছর ইউরোপে সর্বপ্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল ইতালিতে। বহু মানুষ সেই ভাইরাসের কারণে মারা গিয়েছিলেন। অন্যদিকে আবার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে জার্মানিতে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এই নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন।তার আশঙ্কা সত্যি প্রমাণ করে এবারে জার্মানিতে শুরু হয়ে গেল তৃতীয় করোনাভাইরাস এর ঢেউ।

শুক্রবার জার্মানির জনস্বাস্থ্য বিভাগের শীর্ষকর্তা লোথার ওয়েলার জানিয়ে দিয়েছেন, দেশে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। জার্মানিতে জোরকদমে টিকা করন শুরু হয়েছে। তার মধ্যেই আবার জার্মানিতে আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। তিনি জানাচ্ছেন, “ভাইরাস এখনো পর্যন্ত অদৃশ্য হয়নি। আমরা পরিস্কার বুঝতে পারছি দেশে আবারও নতুন করে সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আমরা আসস্ত করছি যত দ্রুত সম্ভব আমরা জনতার মধ্যে ইমিউনিটি সংখ্যা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।”

তবে শুধুমাত্র ইতালি এবং জার্মানি নয়, ইউরোপের বেশ কিছু দেশে ইতিমধ্যেই করনাভাইরাসের সংক্রমণ আবারও শুরু হয়ে গিয়েছে। স্পেন, ব্রিটেন সহ বেশ কিছু জায়গায় করোনার সংক্রমণ প্রবল হারে বাড়তে শুরু করেছে। তুলনামূলক ভালো আছে আমেরিকা। সংক্রমণ বাড়ছে ভারতে। ইতিমধ্যেই, ভারতের প্রতিদিনের সংক্রমণ ২০ হাজার ছাড়াচ্ছে। মহারাষ্ট্রের নাগপুরে লকডাউন শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে। সারা দেশের করোনাভাইরাস এর পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনারা সাবধান না হয় তাহলে কিন্তু বিপদ বাড়বে।