নয়াদিল্লি: আজ, মঙ্গলবার (Tuesday) থেকে দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হচ্ছে কোভিডের টিকা (Corona Vaccine)। এর মধ্যে আরও এক স্বস্তির খবর। দেশে দিন দিন উন্নতির পথে করোনা সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ হয়েছে ১২,৫৮৪।
আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হচ্ছে কোভিডের টিকা। এর মধ্যে আরও এক স্বস্তির খবর। দেশে দিন দিন উন্নতির পথে করোনা সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ হয়েছে ১২,৫৮৪। অন্যদিকে, কমেছে দৈনিক মৃত্যু সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৫১,৩২৭ জনের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২,১৬,৫৫৮ জন। এখন পর্যন্ত মোট কোভিড আক্রান্ত হয়েছেন ১,০৪,৭৯,১৭৯ জন। সংক্রমণ কমছে অন্য রাজ্যগুলিতেও। সোমবার দিল্লিতে করোনা আক্রান্ত ৩০৬জন। বাংলাতে করোনা আক্রান্ত ৬১২জন। মৃত্যু হয়েছে ১৬জনের।