নয়াদিল্লি: ফের একবার করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ। দেশ জুড়ে কমেছে সুস্থতার হার। যদিও দৈনিক সংক্রমণ বেড়ে গেলেও করোনায় মৃতের সংখ্যা কমেছে। এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
দৈনিক মৃত্যুতে আজও তৃতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করনায় প্রাণ হারিয়েছে ৫৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। কিন্তু সকলকে ছাপিয়ে করোনায় মৃতের নিরিখে শীর্ষস্থানে রইল মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৬১ জনের। উল্লেখ্য, যবে থেকে করোনার থাবা এ দেশে এসে বসেছে, তবে থেকেই মহারাষ্ট্র সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে।
গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এর ফলে এখনও পর্যন্ত দেশ জুড়ে করোনায় প্রাণ হারিয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জন। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ লক্ষ ৬২ হাজার ৮১ জন। সুতরাং, সব মিলিয়ে দেশব্যাপী দৈনিক সংক্রমণ বেড়েছে এবং মৃত্যু ও সুস্থতার হার কমেছে, এমনটা বলাই যায়।