Today Trending Newsদেশনিউজরাজ্য

খরচ মাত্র ২৫০ টাকা, ১৫ মিনিটেই বাড়িতে বসে করতে পারবেন করোনা পরীক্ষা

আইসিএমআর এই টেস্ট কিট ব্যবহারে অনুমোদন দিয়েছে

Advertisement

গোটা ভারত করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কামড়ে অতিষ্ঠ। প্রতিদিন সংক্রমণের হার লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সব জায়গায় সঠিক সময়ে করোনা টেস্ট করা যাচ্ছে না বা অনেকেই করোনা টেস্ট করার খরচ বহন করতে অপারগ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস লিমিটেড নামক একটি সংস্থা টেস্ট কিট তৈরি করেছে যা সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর অনুমোদন দিয়েছে। এই টেস্ট কিটের মাধ্যমে বাড়িতে বসেই মাত্র ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট জানা যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে এই টেস্ট কিট ব্যবহার করতে খরচ করতে হবে মাত্র ২৫০ টাকা।

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, পুনের সংস্থা মাইল্যাব ডিসকভারি সলিউশনস লিমিটেড এর টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। তারা জানিয়েছে, “এই টেস্ট কিটের মাধ্যমে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে। তবে এটি শুধুমাত্র করোনার উপসর্গযুক্ত ব্যক্তি বা করোনায় আক্রান্ত সংস্পর্শে আসা মানুষ ব্যবহার করতে পারবে।” অন্যদিকে পুনের ওই সংস্থার ডিরেক্টর হাসমুখ রাওয়াল বলেছেন, “এক সপ্তাহের মধ্যে এই কিট বাজারে চলে আসবে। কিটটি পুরোপুরি তৈরি করতে আমাদের পাঁচ মাস সময় লেগেছে। ট্যাক্স সমেত কিট কিনতে খরচ করতে হবে মাত্র ২৫০ টাকা। এই কিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজ ভাবে ব্যবহার করা যায় এবং তা জৈববর্জ্য না হয়। ব্যবহারের পর ফেলে দেওয়ার জন্য একটি ডিসপোজাল ব্যাগও দেওয়া হবে।” এছাড়াও তিনি জানিয়েছেন যে, “এই কিটের মাধ্যমে পজিটিভ রিপোর্ট পেতে ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। নেগেটিভ রিপোর্ট হলে ফলাফল বের হতে খুব জোর ১৫ মিনিট সময় লাগবে।”

এই টেস্ট কিট কিনলে একটি পাউচের মধ্যে একটি টিউব, নাক থেকে সোয়াব সংগ্রহ করার স্টিক, টেস্ট কার্ড এবং জৈববর্জ্য ব্যাগ থাকবে। কিট ব্যবহার করার আগে আপনার স্মার্টফোনে, “মাইল্যাব কোভিসেলফ” নামক একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কি করে এই টেস্ট কিট ব্যবহার করবে? তার জন্য কোম্পানি কিটের বাইরে ব্যবহার করার প্রণালী সবিস্তারে জানিয়ে দিয়েছে।

আজকের এই প্রতিবেদনে ব্যবহার করার প্রণালী ধাপে ধাপে জেনে নিন:

  • প্রথমে দুটি নাসিকায় ২ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত সোয়াব সংগ্রহ করার স্টিক ঢুকাতে হবে। যতক্ষণ না বাধার সম্মুখীন হচ্ছেন ততক্ষণ দুই নাসিকায় পাঁচবার ঘোরাতে হবে সোয়াব স্টিক।
  • এরপর ওই স্টিকটিকে টিউবের মধ্যে দিতে হবে ও বাকির অংশটি ভেঙে ফেলতে হবে।
  • এরপর টিউবের মুখ চেপে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে।
  • এরপর টিউব চেপে ধরে টেস্ট কার্ডে পরপর দু ফোটা ফেলতে হবে।
  • এরপর দেখতে হবে টেস্ট কার্ড। টেস্ট কার্ডে দুটি অংশ থাকবে। একটি হবে কন্ট্রোল সেকশন এবং অন্যটি টেস্ট সেকশন। যদি শুধুমাত্র কন্ট্রোল সেকশন “সি” তে বার দেখা যায় তাহলে টেস্ট এর ফল নেগেটিভ হবে। তবে যদি কন্ট্রোল সেকশন এবং টেস্ট সেকশনে বার দেখা যায় তাহলে রিপোর্ট পজেটিভ হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া মোবাইল ফোনের ক্যামেরার নিচে সেই কার্ড রাখলে সেই রিপোর্ট পড়ে নেবে “মাইল্যাব কোভিসেলফ” অ্যাপ। সেইমতো আপনার রিপোর্ট স্মার্টফোনের স্ক্রিনে ফুটে উঠবে।

Related Articles

Back to top button