Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উদ্বেগ কিছুটা কমল, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই নিম্নমুখী

Updated :  Tuesday, December 1, 2020 10:27 AM

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে। এবং সুস্থতার হার বাড়তে থাকে। রাজ্যের চিকিৎসা মহলে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই রাজ্যে পুনরায় বাড়ে করোনা উদ্বেগ। যার ফলে চিন্তার ভাঁজ পড়ে চিকিৎসকদের কপালে। কিন্তু হঠাৎ দৈনিক সংক্রমণ এতটা নিম্নমুখী হল যে বলতে পারেন সেই সংখ্যাটা একেবারে আশাতীত।

রবিবার সংক্রমণের যে সংখ্যাটা ছিল ৩৩৬৭, এক ধাক্কায় নেমে গতকাল, সোমবার সেটা দাঁড়িয়েছে ২৬৭১-এ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অন্তত এমনটাই বলছে। আর এই পরিসংখ্যান কার্যত অবাক করেছে রাজ্যের চিকিৎসকদের। তবে অবাকের পাশাপাশি বেশ অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা। তবে দৈনিক সংক্রমণ কমাটা যেমন ভাল লক্ষণ, তেমন সুস্থতার সংখ্যা কমাটা ভাল লক্ষণ নয়। বরং, সুস্থতা বাড়লে তা ভাল লক্ষণ হয়। কিন্তু গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমলেও সুস্থতা বাড়েনি। উল্টে করোনাজয়ীর সংখ্যাও কমেছে। রবিবার সুস্থতা সংখ্যা যেখানে ছিল ৩৪৪৫, সেখানে সোমবার করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭৩০ জন। তবে দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমেছে। রবিবার করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছিল ৫৪ জন। সেখানে গতকাল, সোমবার করোনার কবলে পড়ে মৃত্যু হয় ৪৮ জনের।

রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪,৮৩,৪৮৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করে বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৮৪২৪ জনের। আর এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনার কবল থেকে সুস্থ হয়েছে ৪,৫০,৭৬২ জন। আর সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ। প্রসঙ্গত, সপ্তাহের প্রথম দিনেই উত্তর ২৪ পরগনা সংক্রমণে নিরিখে এক লাখ পার করে দিয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৬৭৪ জন। আর কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭৩৪ জন। শহরে করোনায় প্রাণ হারিয়েছে গত ২৪ ঘন্টায় ১২ জন। যেখানে উত্তর ২৪ পরগনায় সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।