স্বস্তির খবর! একদিনে করোনায় সুস্থ হয়েছে ৯৩ হাজারেরও বেশি মানুষ

নয়াদিল্লি: এখনও করোনা পরিস্থিতিতে ভারতের অবস্থা উদ্বেগজনক। কিন্তু সংক্রমণ নিরিখে ভারত বিশ্বের শীর্ষ স্থান অধিকার করলেও সুস্থতার হার যেভাবে বাড়ছে, তা স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। ভারতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে,…

Avatar

নয়াদিল্লি: এখনও করোনা পরিস্থিতিতে ভারতের অবস্থা উদ্বেগজনক। কিন্তু সংক্রমণ নিরিখে ভারত বিশ্বের শীর্ষ স্থান অধিকার করলেও সুস্থতার হার যেভাবে বাড়ছে, তা স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। ভারতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে, এমনটাই দাবি করছেন চিকিৎসকরা। কারণ, আগামী ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৯৩ হাজারেরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৪২০ জন। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ জন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮২.১৪ শতাংশ।

আজ, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ৬২ হাজার ৬৬৩। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৩৬২ জন। কিন্তু এই সংখ্যাটা উদ্বেগজনক হলেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। শেষ পাঁচ দিনে প্রতিদিন দেশে সুস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। এর ফলে আগামী দিনে করোনা মুক্ত হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গেল ভারত, তা বলাই যায়।

About Author