নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮ হাজারে নামল! গত ২৪ ঘণ্টায় অনেকটাই করোনা (Coronavirus) সংক্রমণ কমেছে। ফলে বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৮,৫৭৯ জন। সুস্থ হয়েছে ১৩,৪৪৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৯৪ জনের। এদিকে দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ০৭ লক্ষ ৬৭ হাজার ২০৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ০৪ লাখ ৪৭ হাজার ৪৫০ জন। দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন সক্রিয় রোগী ১ লাখ ৬০ হাজার ৭২৮ জন। মৃত্যু হয়েছে ১,৫৪,৫২২ জনের।
ভাইরাসে সংক্রমিতের সংখ্যায় দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে ২০ লাখের গণ্ডি ছাড়িয়েছে মহারাষ্ট্র। এমনকি মৃতের সংখ্যায়ও সবার আগে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় এখানে আরও ১,৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২০ লাখ ২৮ হাজার ৩৪৭ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫১,১০৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের।
দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে কর্ণাটক।গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছে ৩৮৮ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা কর্ণাটকে ৯,৩৯,৭৭৫ জন। আক্রান্তের সংখ্যায় বর্তমানে তৃতীয় স্থানে কেরালা। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে সংক্রমিত হয়েছে ৩,৪৫৯ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ৯,৩২,৬৩৮ জন।
এছাড়া আক্রান্তের সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ জন।ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮৭,৯০০ জন। আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে পঞ্চম স্থানে তামিলনাডু। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮,৩৮,৮৪২ জন।
আক্রান্তের সংখ্যায় দেশের ষষ্ঠ রাজ্য দিল্লি। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১২১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬,৩৫,২১৭ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা উত্তরপ্রদেশে ৬.০০,৪৭০ জন, পশ্চিমবঙ্গে ৫,৭০,১৭৭ জন, ওড়িশায় ৩,৩৫,১৫১ জন, রাজস্থানে ৩,১৭,৫৮৭ জন, তেলেঙ্গানায় ২,৯৪,৫৮৭ জন, হরিয়ানায় ২,৬৭,৯৮৯ জন এবং বিহারে ২,৬০,৭৯৪ জন মানুষ এই মারন ভাইরাস আক্রান্ত হয়েছেন।