কলকাতা : করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গে সবথেকে এগিয়ে আছে কলকাতা। সব মিলিয়ে শহরে মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৪৭৬ জন, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৪২৮ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৯০ হাজার ৬৩ জন। যেখানে রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত ৩ হাজার ১০৭ জন। রাজ্যে, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৩০ জন।
গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৩০ জন। দেশের অন্যন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে। প্রতিদিনই নতুন নতুন করোনা সংক্রমণে রেকর্ড গড়ছে শহর কলকাতা। মাত্র দুদিনে ৪২ হাজার ৬৪২টি স্যাম্পেল করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা নমুনা পরীক্ষা হয়েছে ২২ লক্ষ ৮৫ হাজার ৯৩৬টি।
অন্যদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৯৫ হাজার ৭৩৫। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ৬৫ হাজার ৮৬৩। তবে মৃত্যু হার বাড়লেও সুস্থতার হার আগের থেকে অনেকাংশেই বেড়ে গেছে বলে মত চিকিৎসকদের। গত এক দিনে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৯৩৯ জন।
রেকর্ড হারে করোনা সংক্রমণে দুদিন আগেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি সপ্তাহের সোমবার ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।